যেখান থেকে আমি ভাবলাম উত্থান তার পিছে ময়দান,আপনজনেরা" />


কথোপকথন-৩০


যেখান থেকে আমি ভাবলাম উত্থান
তার পিছে ময়দান,আপনজনেরা সেথায় সেজেছে বহুরূপী। 
আধপেটা ভিখারি শিশুর বেশ,
অযত্নের এলোকেশ 
পিছু হতে জামায় টেনেছে ঘ্রাণ,এখন ও সেথা কুচকে আমার
আজন্মের পিছুটান।

আমি ছুটি দানবের মত
লেট হয়ে যাওয়া হিংস্র দামী ট্রেনযেদিকে ছুটেছে মানবজাতি
অবিরল হয়ে প্রেম,আমি সেদিকেই

তাদের কথাই কই, 
টাকার ভিতরে গোপনে খুঁজেছি 
সুখের স্বর্গে যাবার মই,
ব্যাঙ্কে জমেছে অর্থ অনেক
মানুষ জমেছে কই।

 জুরং ইস্ট, সিঙ্গাপুর ১০/১১/২০১৩

,



Written by rourab

10th November Sunday 2013



   Share  

Write A Comment