কথোপকথন ১: মেসি (সনেট)


প্রেমঃ বিনোদিনী, এই যে naughty, তোমার কথাই ভাবি

পার্ক ইকো থেকে জুরাসিক, বলনা কোথায় যাবি?

প্রেমিকাঃ মাস্কা মারো অন্য কোথাও, উবের ওলা গাড়ী

কুপন মারা চেলো কাবাব, আর খাবনা আড়ি।

প্রেমঃ কি বল জান, তোমার জন্য ঐ প্রেস্ত ছাপায় কাপ

রেস্ত আমার যৌথ খামার, প্লিজ আর দিয় না চাপ

প্রেমিকাঃ তোমার মত দুমুখো সাপ, ভালোবাসার পোকা

সুযোগ পেলেই জিভ খুলেছ। সব লাভ সেক্স আর ধোঁকা


প্রেমঃ পারলে তুমি বলতে এমন? আমার নামে ফেকু

বললে আনি গন্ধমাদন, তোমার জন্যে নেকু;

আমার ঠোঁটে ছলকে ওঠে এক দরজা ঢাকা স্মুচ

তোমার জন্য খুঁজতে পারি, খরের গাদাতে ছুঁচ

প্রেমিকাঃ অনেক হল, এবার বরং মিথ্যে বলা ছাড়

আমার জন্য রাত জাগো না, মেসির জন্য পার


প্রেমঃ ......।


ভোর ৪.৩০


Written by rourab

05th July Sunday 2015



   Share  

Write A Comment