মা


মা, ছোটবেলা থেকে সংসারে তার প্রচণ্ড ব্যক্তিত্বময়ী উপস্থিতি দেখে অভিভূত হতাম। সংসারের চরম আর্থিক দুর্দশার মধ্যে ছেলে মেয়ের পড়াশুনা বন্ধ হতে দেননি। মফস্বলের এক পিছিয়ে পরা কলোনির পরিবারের বৌ হয়েও সমাজ ও পিতৃতান্ত্রিক পরিবারের বিরুদ্ধে গিয়ে ছেলে মেয়েকে সমস্ত রকম আধুনিক শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। সুতো দিয়ে ভাগ করে সেদ্ধ ডিম ভাগ করে খাওয়া পরিবার আস্তে আস্তে শক্তি ও স্বচ্ছলতা পেয়েছে। সময়ের সাথে সাথে মা তার চলন শক্তি হারিয়েছেন। তার অঙ্গ প্রত্যঙ্গের সব দুর্বলতা মিটিয়ে দিক তার সন্তানেরা।


Written by rourab

19th October Friday 2018



   Share  

Write A Comment