টেনিদা ও ত্রিশূল


প্যালাঃ ও টেনিদা তুমি ত্রিশূলে কন্ডোম পরালে, কিন্তু মিনারের মাইকে পরালে না কেন?

টেনিদাঃ আরে বোকা কন্ডোম হলো এখানে একটা রুপক, যেখান থেকে কিছু সৃষ্টি হয়না, তুই মেটাফর বুয়িস? এলেগরি বুয়িস?

হাবুলঃ হেইট্যা আবার কিডা?

ক্যাবলাঃ অতশত জানিনা টেনিদা, তুমি রোলের দোকান দিয়েছ, শুধু এগরোল বানালে চলে? মটোন রোল দিতে হবে, মা-মে রোলও দিতে হবে। পাবলিক যা চাইবে দিতে হবে বস।

হাবুলঃ মা-মে রোল? হেইট্যা কি?

ক্যাবলাঃ আরে মা-মে রোল হলো এগ-চিকেন রোল, দেখো তুমি কবি হয়েছো সব কিছু ব্যালেন্স করতে হবে। সকালে খবরে কাগজ নিয়ে বসবে, খবর পড়বে, কবিতা লিখবে, টিক মারবে, খবর পড়বে, কবিতা লিখবে, টিক মারবে,


Written by rourab

22th March Wednesday 2017



   Share  

Write A Comment