কথোপকথন-৩৩ঃ সাধিনতা
ছেলেঃ এ বাপ্ ভীসন রোদ্দুর,
ইস্কুলের মাঠ আর কদ্দুর রে?
বাপঃ ওই তো আর ওইটুকু
শুনিস লাই বাইজছে গানের সুর?
জলদি যাবি
সাধিনতা দিবস দিখতে পাবি,
ইকটা করে মিস্টি ও পাবি;
ছেলেঃ এ বাপ্ মিস্টি দিবে নাকি!
ইকটা দিবে?
আমি ফাকি দিবো,
দুইটা লিবো;
বাপঃ সামনে ইকটু ঝোক,
দেখ,দেখ কতো লোক,
নেতায় দড়ি টানে,দাড়ায় আসিশ খালি?
হারামজাদা তালি দে;
দেখ,দেখ কি সুন্দর তেরঙ্গা উড়তাসে পতপত কইরা,
আজকে খুব লইড়া সাধিনতা পাইসি আমরা;
ছেলেঃ এ বাপ্ ইখান দিয়া দিখা যাইনা
সাধিনতা কুনটা রে??
পোতাকাটা? বাশ টা?নাকি ঐ দড়ি খান?
Written by rourab
14th November Monday 2016
Share
Write A Comment