ধর্ম এবং নৈতিকতা


অনেকেই বলেন ধর্ম আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা তৈরি করে দেয়। অথচ তলিয়ে ভাবলে দেখা যায় মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা একটি অত্যন্ত আধুনিক আইডিয়া। মাত্র একশো বছর হয়েছে মানুষ ঠিক করে বুঝতে পেরেছে ক্রীতদাস প্রথা অমানবিক। এমনকি মেয়েদের সমান অধিকারের প্রয়োজনীয়তাও মানুষ খুব বেশি দিন হয়নি বুঝেছে। আপনি একটা পৃথিবীর ম্যাপ নিয়ে বসুন, পৃথিবীর যে সব জায়গায় আজও মেয়েদের সমান অধিকার নেই, গণতন্ত্র নেই, সেই অঞ্চল গুলোকে লাল কালি দিয়ে পয়েন্ট করুন। এই বার আরেকটা পৃথিবীর ম্যাপ নিন। পৃথিবীর যে সব জায়গায় মানুষ ধার্মিক এবং নিষ্ঠার সাথে ধর্ম প্র্যাকটিস করেন সেই গুলি একটি নীল কালি দিয়ে পয়েন্ট করুন। কি অদ্ভুত ব্যাপার, দেখবেন দুটো ম্যাপের লাল এবং নীল কালি দিয়ে পয়েন্ট করা জায়গা গুলো বেশিরভাগ ক্ষেত্রেই হুবহু মিলে যাবে।হাজার হাজার বছরের পুরনো ধর্ম যদি মানুষকে নৈতিকতা এবং মূল্যবোধ শেখাত তবে নারীর সমানাধিকার সেই সময়ের মানুষ বুঝত।

আপনি যদি বলেন আপনি ধার্মিক এবং আপনার ধর্ম আপনাকে নীতি এবং মূল্যবোধ শেখায়, তালে উত্তরে আমি বলবো ধর্ম  ছাড়াও আমার নীতি এবং মূল্যবোধ তৈরি হয়েছে। 

আমার মূল্যবোধ এবং নৈতিকতা আল্লাহ, যিশু বা শ্রী কৃষ্ণের কোন গল্প শুনে তৈরি করতে হয়নি। কোন ঐশ্বরিক বই আমায় বলে দেয়নি এটা ঠিক, ওটা ভুল, এটা সততা, ওটা অন্যায়। এই সকল নীতি মূল্যবোধ আমি আমার বিচার, বুদ্ধি, চিন্তা ভাবনা দিয়েই তৈরি করেছি।


Written by rourab

26th July Friday 2024



   Share  

Write A Comment