কথোপকথন ৫১: বেনারস


যতটুকু শরীর,

তারচেয়ে তাঁর অনেক বড় চুল ,

কি শ্যাম্পু মেখেছ সুবাস

তাতে তো মৃগনাভির গন্ধ পাই ;


যতটুকুখানি কালো

তারচেয়ে সে অনেকখানি লাল ;

আগ্নেয়গিরির ধমনী

হয়ে আছে লাল ছাই ;


নৌকায় এসেছে মন

সামনে দশাশ্বমেধ ঘাট ;

তোমর সাথে বসে ইতিহাস

গঙ্গায় কেটে যাবে মাঝরাত ;


দেখো বামুন করেছে আরতি ,

আগুনে পুড়েছে পথ ঘাট ,

সন্ধ্যা প্রদীপ ভেসেছে শরীরে,

তুমি ভালবাসা আর উঁচু জাত ;


আমি হেঁটে গেছি শান্ত সারনাথ,

ধ্যান মগ্ন অশোক থামাবে যুদ্ধ ,

তুমি এই নোংরা নদীতে বিশ্বাস

দৃঢ়তায় বলছেন গৌতম বুদ্ধ;


আজ অসংখ্য সিঁড়ি টপকে

নদীকে ছুঁয়েছে পঙ্গু ;

পূজার পরে তোমার কপালে সিঁদুর

আমার যুক্তি তক্ক ভঙ্গুর।


রাত ১.১০, ০৭/০৫/২০১৭ বেনারস


Written by rourab

01th October Sunday 2017



   Share  

Write A Comment