কথোপকথন ১০:সেলফি


তুমি তো যেমন খুশী দাঁড়িয়ে থাকতে পার

ঠোঁটের ভেতর কিংবা চোখের গাঢ়,

ইচ্ছে হলে পোজ দাও

বা পোজ দিয়ে ও না পোজ দেওয়ার ভান করতে পা্‌র,

তোমার একটা চুমু অধর মাঝের

ডেস্কে তুমি ভীষণ কাজের,

গ্লাস ঢেলেছ রঙিন জলে

মেলায় গেছ, ফ্যাশান শো'য়ে

পার্টি থেকে ক্লান্ত ভোরে

তোমার পাউট কৃষ্ণচূড়ায় পরছে ঝরে,

বিলিয়ে দেব এই একটা জীবন তোমার তরে

বোরিং মুভির অন্ধকারে,

প্রহরিণী তুমি সবখানেতেই বৃহৎ কোনে

তোমার ছবি, ডিপির কবি আমার ফোনে

যখন যেটা ঘটবে যেথা, উচ্চস্বরে চুপিচুপি।

চতুষ্কোণে গর্জে উঠে রঙ মেখেছ বহুরূপী,

রঙ মেশে সব সাদা কালো

নানা রঙের ইচ্ছে ঢাল

সেলফি তোমার রঙিন বটে

এত ফ্ল্যাশে ও খুঁজছে আলো


সকাল ১০.৪৫, S-30 তে


Written by rourab

19th November Thursday 2015



   Share  

Write A Comment