কথোপকথন-১৮: মানুষের চেয়ে দামী


মানুষের চেয়ে দামি আর কি ছিল,

শুধু তুমি রাজা হবে বলে

চোখ বুজে আসবে ক্ষমতার আরামে

বিজয় উৎসবে আবিরের রঙ

সৈন্যের স্বরে দিওয়ালীর বাজি,

তাই সুঁটিয়ার শিক্ষক খুন হয়ে গেছে অবিচলে।


মানুষের চেয়ে দামি আর কি ছিল,

শুধু তুমি রাজা হবে বলে

জয়ের প্রতীক নাচাবে আঙ্গুলের নিশানে

তাই খাবারের বদলে সৈন্য খেয়ে নেয় ধর্ম

তারপর ঘুমে, ছলে বলে কৌশলে


মানুষের চেয়ে দামি আর কি ছিল,

শুধু তুমি রাজা হবে বলে

আমার ভাই ও সৈন্য সেজেছে সিয়াচেনে,

যে গুলি বিঁধেছে তার বুকে

যে বরফে চাপা ছিল তার প্রাণ

তা তো শত্রুর নয়,

শুধু তুমি রাজা হবে বলে


মানুষের চেয়ে দামি আর কি ছিল,

শুধু তুমি রাজা হবে বলে

নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেত ছেড়ে

চাষি হেঁটে আসে তোমার বিজয় মিছিলে

শুধু তুমি রাজা হবে বলে


Written by rourab

31th March Thursday 2016



   Share  

Write A Comment