কর্কট - ২


ক্ষমতার হস্তান্তর কখন কিভাবে হল?

ঘুণাক্ষরে ও কেউ জানে না,

কোন ভোট হয়নি, শপথ নেওয়া হয়নি,

নতুন অ্যাপোয়েন্ট লেটার ও ইস্যু করেনি কেউ,

কাঁধে হাত রেখে কেউ বলেনি

"আজ থেকে তুই সামলা"।

তবু ও ভূমিকা পালটে যাচ্ছে ক্রমাগত।

বৃষ্টি ভিজে সরস্বতী ঠাকুর আনতে গিয়ে জ্বর বাঁধানো,

জলপট্টির ঠাণ্ডায় জেগে থাকা রাত

ফুটবল খেলতে গিয়ে পা ভাঙা,

ঘুম না আসা রাত্তিরে মাথায় জপ জপে নারকেল তেল,

আমি সমর্পণ করেছিলাম তোমাকে,

প্রত্যেকটা শরীর খারাপ থেকে

তোমার আঙুল ধরেই হেঁটে এসেছি আমি।

আমার প্রয়োজনে তুমি,

অথবা তোমার প্রয়োজনে আমি,

এরকমই তো কথা ছিলো জীবনের,

তবে আমার আঙুল বাড়িয়ে

শরীরের শেষ শক্তি দিয়ে ও,

অসুখ থেকে তোমায় বের করে আনতে পারছি না কেন?



কলকাতা


Written by rourab

21th May Friday 2021



   Share  

Write A Comment