মেসি


ক্যাম্প নৌ স্টেডিয়ামের সামনের এই রাস্তা দিয়ে মেসি, নেইমার, সুয়ারেজ ইনিয়েস্তারা মাঠে ঢোকে, মোটামুটি প্রত্যেকেই ব্যাক্তিগত গাড়িতে আসেন, টিম বাস দেখিনি, সমর্থকরা স্বভাবতই এই রাস্তার পাশে তারা তাদের ফুটবল হিরো কে দেখতে দাঁড়িয়ে থাকেন। প্রায় তিন ঘন্টা আগে স্টেডিয়াম পৌছে গেছিলাম ইস্টবেঙ্গলের জার্সি পরে। সুমন দা ছবি তুলে দিচ্ছিল, হঠাত একটা চিৎকার শুনলাম, আগে প্লেয়ার ঢোকার সময় অনেক চিৎকার শুনেছিলাম, কিন্তু এই চিৎকারটা সম্পূর্ণ অন্যরকম। মনে একটা ডাক দিল, নিকুচি করেছে পোজ দেওয়া, কোন রকমে রেলিঙএর ফাঁকে ধুকে গেলাম, কয়েক সেকেন্ডের মধ্যে একটা কালো ল্যান্ড রোভার সামনে আসলো, যার চালকে সীটে বসে আছেন ফুটবল মহানায়ক মেসি, আমার থেকে ঠিক একহাত দূরে ধীর গতিতে হাত নাড়তে নাড়তে মেসি ঢুকে যাচ্ছে স্টেডিয়ামে। আমি স্তম্ভিত, সারা শরীরে ঠাণ্ডা শিহরণ বয়ে গেল। রাগ দুঃখ মান অভিমান ভালোবাসার অনেক ওপরে এক নির্লিপ্ত অনুভূতি


Written by rourab

12th March Saturday 2016



   Share  

Write A Comment