বাবা..


বাড়িতে এসেছি ১০ দিন পাক্কা, এখনও একদিন ও বাড়িতে বসে সারাদিন ল্যাদ খাওয়ার সময় পাইনি। কাজের প্রচুর চাপ। ফেরার সময় রাত ১০.২২ এর লোকাল শিয়ালদহ থেকে ধরি কখনো বা বিধাননগর। তারপর ১১ টার পর অটো থেকে নেমে যখন আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে আসি। একজন সত্তর ঊর্ধ্ব বয়স্ক লোক এই ঠাণ্ডায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকেন। আমার বাবা

"এত রাতে বাইরে দাঁড়ায় থাকো ক্যান?"

বাবাঃ "থাকুম না, তুই এত দেরী কইরা আসিস ক্যান?"

"কাজ থাকে"

বাবাঃ "ঘণ্টা কাজ, শনিবার আবার ইউনিভারসিটি খোলা থাকে নাকি? তাও আবার এত রাতে?"

দুপুরের পর কিছু খাওয়া হয়ে ওঠেনি, রাগে আমার সারাটা শরীর চরাত করে ওঠে। পর মুহূর্তে সমস্ত প্রতিক্রিয়া

সংযত করি। খুব শান্ত ধীর কণ্ঠে বলি

"কাজ থাকে, সিকিউরিটি গার্ডের থেকে চাবি নিয়ে ছুটির দিনে ও ইউনিভারসিটি খোলা যায়, তুমি এই ঠাণ্ডায় কাল থেকে রাতে আর দাঁড়াবা না"

বাবাঃ "ঘরে বইস্যাই বা কি করুম?"


শীত আমার এমনিতে খুব একটা লাগে না, তবু শরীর টা কাঁপুনি দেয়, আমার আত্মবিশ্বাস গুটিয়ে আসে, ঠাণ্ডায় নয়, অপরাধবোধে


Written by rourab

14th January Saturday 2017



   Share  

Write A Comment