টেনিদা ও সিরিয়া


হাবুলঃ অ টেনিদা সিরিয়ায় বম পরসে।

প্যালাঃ সেকি রে ফেসবুক, হোয়াটস য়্যাপে তো কোন মেসেজ পড়লাম না।

(শালপাতায় কোনায় লেগে থাকা পাঠার ঘুগনি তে শেষ জিভ টা মেরে )

টেনিদাঃ দেখ যে কোন মৃত্যুই দুঃখজনক নয়। ইউরোপে বা আমেরিকায় গণহত্যা হলে বিলিয়ন বিলিয়ন হ্যাশট্যাগ পরে, সিরিয়ায় হলে একটি ও নয়।

ক্যাবলাঃ কেন হ্যাশট্যাগ পরবে টেনিদা, শালা ইঁদুরের বাচ্চা গুলো দুর্গা পূজায় রকেট লঞ্চার এ ক্যাপ ফাটায়, ওই শুয়োরের বাচ্চাদের ওভাবেই মরা উচিত।

হাবুলঃ ঐ দেশের জিডিপি তো পেসন দিকে ছোটে। হালায় রকেট লঞ্চার বানায় কেডা?

প্যালাঃ বাবা বানায়।

হাবুলঃ বাবা কেডা?

টেনিদাঃ অ্যামেরিকা রে পাগলা, আমেরিকা নিজের বগল চুলকাতে ইচ্ছে হলে নিজেই নিজের বগলে বিছুটি ঘষে নিজেই চুলকায়। তা হ্যাঁ রে ক্যাবলা কোন প্রগতিশীল বাঁদর প্রোফাইল পিকচারে রঙ মাখেনি এবারে?

ক্যাবলাঃ ফ্রান্স-বেলজিয়ামের পতাকাটা যেমন ঝাঁ চক চকে, ধুর সিরিয়ার পতাকাটা রঙটা বড্ড ম্যাড়ম্যাড়ে, ডাল। কভার পিক এর সাথে যাচ্ছে না। ওহ সাতটা বেজে গেছে, যাই, বাড়ীতে কেউ নেই। প্যারিস ফ্যাশন উইকে আজ আবার নঁজারি আছে...


Written by rourab

16th April Sunday 2017



   Share  

Write A Comment