টেনিদা ও স্ট্যাচু অফ ইউনিটি


চ্যাটুজ্জের রোয়াকে বসে দাঁত খোঁচানি দিয়ে কচি পাঁঠার মাংস বার করছে টেনিদা। পেটরোগা প্যালারাম পাঁঠা খেয়ে হাতে জেলুসিল নিয়ে এদিকেই এগিয়ে আসছে। পাশে ক্যাবলা কানে হেডফোন গুঁজে স্পর্শকাতর ফোনে কি সব করে যাচ্ছে। বা কানের হেড ফোন খুলে হঠাৎ ক্যাবলা।


ক্যাবলাঃ এটা ভারতের বিশাল অ্যাচিভমেন্ট,

প্যালাঃ কোনটা? পেট্রলের দাম?

ক্যাবলাঃ না রে প্যালা। কিছুই খোঁজ খবর রাখিস না দেখছি।

টেনিদাঃ ক্যাবলা নিশ্চয়ই স্ট্যাচু অফ ইউনিটির কথা বলছিস।

ক্যাবলাঃ উফ টেনিদা, তুমি আমায় এত বোঝা না। এ জন্য তোমায় এত ভালবাসি।'

টেনিদাঃ তুই 'হ' বললে আমি সাঁতরাগাছি বুঝিরে, ভালবেসে কাজ নেই, পার্টির ক্যাম্পেনিং টা করে ফ্যাল।

ক্যাবলাঃ যেটা বলছিলাম। ১৮০ মিটার লম্বা বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু। সারা পৃথিবীর সবচেয়ে লম্বা। গর্বে বুক ফুলে যাচ্ছে।

হাবুলঃ (ঘুড়ির লাটাই পাশে রেখে, হাতে সুতো নিয়ে ) কস কিডা। আমাগো এমেরিকা, যাপান, ছিনে ও এত বড় মুরতি নাই। কস কি?

ক্যাবলাঃ তবে আর বলছি কি রে।

টেনিদাঃ কি মনে হয়? চীন, জাপান, আমেরিকা এরা কেউ ১৮০ মিটার মূর্তি বানায়নি কেন ? ওদের কাছে এত বড় মূর্তি বানানোর টেকনোলজি নেই ? ভারতে বল্লভ ভাই প্যাটেল এর মূর্তি বানিয়েছে চীনের প্রযুক্তি, আমরা খরচ করেছি ৩০০০ কোটি,

প্যালাঃ আর চীনের ১২৪ মিটারের মূর্তি সাইজে ছোট হলেও সেটা কিন্তু ভারত বানায়নি।

হাবুলঃ মেকিং ইন্ডিয়া?

টেনিদাঃ আমেরিকার থেকে দ্বিগুণ লম্বা স্ট্যাচু তো হল, কিন্তু আমেরিকার বা চীনের দ্বিগুণ অর্থনীতি, সামাজিক সুরক্ষা দিতে পারব তো ?

হাবুলের পায়জামার দড়িটা হঠাত আলগা হয়ে গেল। দু হাতে সুতো টানার বদলে একহাতে পায়জামা ধরে আরেক হাতে সুতো নিয়ে স্ট্রাটেজিক টঙ্কাতে লাগল


Written by rourab

30th October Tuesday 2018



   Share  

Write A Comment