টেনিদা ও মিশন ইম্পসিবল
ক্যাবলা : মিশন ইম্পসিবল ফল আউট কিন্তু চরম হয়েছে।
প্যালা : সিনেমা হল না টরেন্ট ?
ক্যাবলা : মাল্টিপ্লেক্স l
টেনিদা : যাক শুভবুদ্ধির উদয় হয়েছে। টরেন্ট ছেড়ে মাল্টিপ্লেক্স। কিন্তু পয়সাটা জলে দিলি। ওইরকম ইথান সুলভ অভিজ্ঞতা আমার কত আছে। ওই পয়সায় আমায় ভীমনাগের সন্দেশ খাওয়াতিস, আমি ছবির মতো করে স্ক্রিনপ্লে বলে দিতাম।
ক্যাবলা: রাখোতো টেনিদা, তোমার সব গুলবাজি।
টেনিদা : ওহ টেনিদার বেলায় গুল। আর টমদার বেলায় পোয়েটিক জাস্টিস। এদিকে ইথান যে গাড়ী চালিয়ে লন্ডন থেকে সিয়াচেন এলো তার বেলায় কিছুটি বললি না।
ক্যাবলা : গাড়ীতে কিছুটা এসেছে। বাকি টা প্লেনে। ওটা দেখায়নি এডিটর।
প্যালা : অমনি। একটা কিছু বলে দিলেই হলো আর কি।
হাবুল : সে তোরা যাই কস ভাই। ইংরাজী সিনেমার ডিরেক্টর, এডিটর হক্কলে খারাপ।
ক্যাবলা : মেলা ফ্যাচফ্যাচ করিসনে হাবুল। তুই পাগলু দেখ হতভাগা।
হাবুল : হ, দেখুমই তো। আমগো দেব দা থাকলে সিনেমা কত আগেই শ্যাষ হইয়া যাইত। তখন পরমাণু বোম ডিসপোজ করতে শেষ সেকেণ্ড অবধি থোড়াই যাইতে হইত।
Written by rourab
07th August Tuesday 2018
Share
Write A Comment