টেনিদা ও সোনু নিগম
ক্যাবলাঃ সোনু কেমন দিল দেখলি প্যালা?
প্যালাঃ কে সোনু? কাকে দিল?
ক্যাবলাঃ আরে পড়িস নি? সোনু নিগম রে, ওর ডেইলি আজানের মাইকে ঘুম ভেঙে যায়। দিয়েছে টুইটারে ঠুকে। ঠিকই তো এত মাইক বাজানোর কি আছে মাল গুলোর?
হাবুলঃ হালায় আর কইস না। মাইকের কথায় মনে পরল। ৪ দিন ধইরা পাশের বাড়ী কেত্তন চলতাসে। হালায় দুপুরে ভাতের পর একটু আম খাইয়া ঘুমামু তার জো নাই।
ক্যাবলাঃ তোদের কনডম কবি, আমাদের সোনু। আহা, গানের গলা খানা কি, পুরো চুমু।
টেনিদাঃ তোরা এসব নিয়ে আলোচনা করছিস, এসব খবর রাখিস,(গম্ভীর ভাবে চোখ বুজে, কুলফি খেতে খেতে) কিন্তু রামুর নাম শুনেছিস?
প্যালাঃ রামু দা? ইট বালির ব্যবসা যার?
টেনিদাঃ রামু উত্তর প্রদেশের গোন্ডার একটি দলিত ছেলে। যাকে একটা বাছুর মারার জন্য আত্মহত্যা করতে বাধ্য করা হয়।
ক্যাবলাঃ সো স্যাড,
টেনিদাঃ (সুড়ুত করে কুলফির দুধটা ভেতর দিকে টেনে) তোরা জয়সুখের নাম শুনেছিস?
হাবুলঃ হেইট্যা কে?
টেনিদাঃ জয়সুখ একজন দলিত, যাকে গুজরাটে পঞ্চায়েত ভোট জেতার জন্য মেরে ফেলা হয়েছে।
প্যালাঃ টেনিদা এরা কি আর সেলিব্রিটি নাকি।
টেনিদাঃ সেটাই সত্যি। চাষি আত্মহত্যার চেয়ে জিয়া খান বেশী টি আর পি দেয়।
ক্যাবলাঃ ব্যাস টেনিদা আবার দেশের নেগেটিভ পয়েন্ট গুলোই বেশী করে বলবে। এই যে বিনা পয়সায় জিওর নেট পাচ্ছ। সেই হাতখরচের টাকায় কাল যে আমার ঘাড় ভেঙে ভিমনাগ মারলে, সেটা ভুলে গেলে?
টেনিদাঃ আচ্ছা টাকা বলতে মনে পরল, কলেজের ফেস্টে সোনু কে আনলে কেমন হয়? কত নেয়রে ও?
প্যালাঃ এক কোটির ধারে কাছে।
হাবুলঃ অ্যাঁ, কস কি? এক কোটি?
টেনিদাঃ আচ্ছা প্যালা, এটা কি সোনুর ন্যাড়া হওয়ার আগের রেট না পরের?
Written by rourab
20th April Thursday 2017
Share
Write A Comment