মুরের দূর্গ: পর্তুগাল, স্পেন, তুর্কি, ভারত
স্পেন পর্তুগাল সংলগ্ন এলাকা নিয়ে তৈরি আইবেরিয়ান পেনিনসুলা ছিলো এক সুবিশাল ইসলামিক সাম্রাজ্য। দ্বাদশ শতাব্দীতে আফোনসো হেনরিক পর্তুগাল দখল করে এবং ইসলাম শাসন বিতাড়ন করে আনুষ্ঠানিক ভাবে খ্রিস্টান ধর্মীয় পর্তুগাল প্রতিষ্ঠা করেন। ইউরোপে মুসলিম জনগোষ্ঠী কে এক নতুন শব্দে আরোপিত করা হয় 'মুর ( moor/mour) '।
উত্তর আটলান্টিক মহাসাগরের মুখে ইউরোপ ভূখন্ডের একটি স্ট্র্যাটেজিক জায়গায় তৈরি মুরস ক্যাসেল। এই দুর্গটি দখল করে নিয়েছিলেন পর্তুগালের প্রথম রাজা আফোনসো হেনরিক। এরপর স্পেন ও পর্তুগালের এই আইবেরিয়ন পেনিনসুলা থেকে ইসলাম, এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষ বিতাড়িত হতে থাকেন। ঠিক একই উলটো ইতিহাস ঘটে তুর্কিতে। খ্রিষ্টান ধর্মাবলম্বী তুর্কি হয়ে যায় ইসলামিক।
শুধু আর এস এসের বক্তব্য অনুযায়ী উপমহাদেশের মুঘলরা পৃথিবীর সবচেয়ে বাজে শাসক যাদের জন্য এই ভূখণ্ডের মুঘল শাসনের তিনশ বছর পরেও হিন্দু রা 'ক্ষতরে মে '। মুঘলদের ইসলামিক অ্যাজেন্ডা এতোটাই গোপনীয় ছিল যে এই কথা সমসাময়িক মারাঠি সেনারা জানতো না, ঝাঁসি রানী জানতো না, তাতিয়া টপী জানতো না, রাজপুত এবং ব্রাহ্মণ সেনারা জানতো না যারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বাহাদুর শাহের নেতৃত্বে লড়তে রাজি হয়েছিলেন।
Written by rourab
23th December Saturday 2023
Share
Write A Comment