কথোপকথন-১৪


ভালোবাসা হাঁটে টোটো গাড়ী চড়ে

ধীরে ধীরে আরো ধীরে,

টাঙিয়ে রেখেছি ছবি প্রদর্শনী

নিবিড় হৃদয় চিড়ে, চিড়ে,

কখনো ফেলুদা, বা কখনো চ্যাপলিন

ব্যোমকেশ ফিরে রাত, তারপর দিন

আমি অভ্যেসে আরসালান

তোমার ঠোঁটেতে খুঁজি বিরিয়ানি চাল

মনে হয় তুমি তো ল্যানে আছ ফুরসৎ

পিং করে চিনে নেই চেনা অচেনার অকপট,

তবু জানি কিছু জন অচেনাই ভালো

কিছু কথা লুকোনোই ভালো

আমি যা করেছি, আমারই অভিলাষ,

চুপ হয়ে যাওয়া দুপুরের তাস,

গুমোটের রঙ আফসোস আরও

তুমি ভুল বুঝে নিতে পার,

চশমার পিছে চোখ শেষ দেখা

আমি পেরিয়ে এসেছি সীমারেখা,

গোলাকার পৃথিবী, অসীমকে বেঁধেছে সীমায়

আমার দেশ আজ প্রেমিকার বেশে-

আমার অপেক্ষায়


Written by rourab

21th January Thursday 2016



   Share  

Write A Comment