কথোপকথন-৪৭ঃ ঘুণপোকা
মানুষের মধ্যে মানুষ থেকেই যায়
যতই ধোয়াও শ্যাওলা চাতাল
সে পিছল খানিক থেকেই যায়।
যতই তুমি নীরব থাকো
সব আগুন জ্বালে তোমার সুখ
তোমার কাঁদার গল্প করে
হোয়াটস অ্যাপে ফেসবুক।
বৃষ্টি হলে চলটা দিয়ে
রঙ উঠেছে দগ্ধ ক্ষত।
আজ কে আমি বিলাসবহুল
ঘর গড়েছি নিজের মত।
তোমার ভেতর দুই শালিক
সিঁড়ির তলায় রঙ মেখেছি
জল ফুরলে ইচ্ছে হলে
তোমায় মেখে স্নান সেরেছি।
হাঁটছি যখন বাড়ীর পানে
সাইকেলে তে অল্প ধরে ব্রেক
রাস্তা সেলাইয়ের গল্প বলে
আস্তে গানের বারের পেগ।
নতুন প্রেমের স্রোত এসেছে
নতুন শাড়ির পলাশ ফুল
তোমার ভেতর জন্ম খুঁজি
কান না ফোঁটা কানের দুল।
তোমার ছুটি সমুদ্দুরে
তোমার ছুটি আগুন গিরি
ফুরায় সময় কিনছ বেচো;
আমার ভেতর কোথাও তুমি
অল্প আলোয় থেকেই গেছ
১৯/০২/১৭, আই আই টি কানপুর
Written by rourab
19th February Tuesday 2019
Share
Write A Comment