কথোপকথন-৪৫


এই মানচিত্র আমার স্বদেশ নয়,

নাফ নদী পেরিয়ে চলেছে জলযান;

ছেড়ে আসা স্বভূমি কখনো ঢাকা,

রাখাইন, লাহোর, কিংবা সিংহল,

কখনো বা কোলকাতা তার নাম।

নাফ নদী পেরিয়ে চলেছে মেহমান;


যে পাখির সীমান্ত পেরিয়ে

রোজ যাতায়াত বারবার,

তাঁর ভিসাতে সমাজতন্ত্র

ইমিগ্রেসান অফিসার।


আমার প্রেম ও

যুদ্ধ বন্দী শূন্য শহর,

আধপেটা এক সৈন্য বহর;

লাল জামাতে উবুর করে

একশ শত শিশুর কবর।


তুমি ধর্ম দিয়ে তেল তোল

আর কর্ম দিয়ে পাপ

তোমার রাতের বেলা সৈন্য জাগে

নিয়ে শিশুর অভিশাপ।


তবু দেশ মিশে যায়,

ভাঙে কাঁটা তারের ভাষা,

খিদে পেটে, রুগ্ন শরীর

দাবি একই, ভালোবাসা, ভালোবাসা।


সোদপুর, কোলকাতা,


Written by rourab

23th January Monday 2017



   Share  

Write A Comment