কথোপকথন-১১


আমি দাঁড়িয়ে রইলাম তোমার কথা শুনব বলে

কথার পাহাড় ভাসছে এখন পদ্ম পাতার গহীন জলে

ধরতে গেছি ভালোবাসা হাতের মুঠোয়

পালিয়ে গেছে নাম না জানা এক নরম ছুতয়

হাত রেখেছি পাঠানকোটে

নিরঙ্কুশে জিতছি ভোটে

এসব কথা একলা ভীষন

যেমনি একা ব্যাস্ত জীবন

প্রহরিণী দাঁড়িয়ে আছি প্রহর গুনে

তোমার গলায় একটিবার আমার নাম শুনব বলে


Written by rourab

04th January Monday 2016



   Share  

Write A Comment