কথোপকথন-৪: দশরথ মাঝি


ওপারে শঙ্খচিল, এপারে শিশুশ্রম;

ওদিকে বেহালা বাদক নিরো,

এপাশে পুড়ছে রোম,

ওপার যদি খোলা আকাশ হয়-

এপার তবে গরু-ঘর,

মাঝে দাঁড়িয়ে থাকা পাহাড় কেটে

এগিয়ে চলেছে একাগ্রতা,

কবি শঙ্খ, আমার ও মৃত্যুর দিন মনে পরে যায়।


ওপারে তুমি মুখ ঢাক রোদে,

এদিকে আমি সান্স ক্রিম ছাড়া শিয়ালদার লোকাল;

বর্ষায় তুমি কবিতা লেখ খুঁটে,

আমি হিসু করি এক হাঁটু জল নিয়ে।

আমাদের রোদের চশমা দাঁড়িয়ে আছে

চোখের ভাষার মাঝে,

এখুনি লেখা কবিতায় ও তোমার শব্দ বাজে


ওপারে তুমি প্রহরিণী

না খোলা ফোল্ডারে পাহারায় রেখেছ সময়,

তোমার ছোঁয়াতে

একঘেয়ে লেখা তিলে তিলে মোহময়;

সদ্য অক্ষর চেনা যে শিশু

সব বানান পড়েছে পথেঘাটে,

তার হাসি মেখে দশরথ মাঝি

আজও পাহাড় ভেঙ্গে পথ হাঁটে

একা পাহাড় কেটে পথ হাঁটে..


দুপুর ২:৪৭


Written by rourab

16th August Tuesday 2016



   Share  

Write A Comment