টেনিদা ও কাশ্মীর
হাবুলঃ হক্কাল হক্কাল কি সাঁটাও? কসুরি নাকি? ডালের
বাটি হাতে প্যালারাম মুখ তুলে।
প্যালারামঃ হ্যাঁ, পুঁটিরামের কচুরি।
টেনিদাঃ দেখ ক্যালানে, রাম আর রামকিঙ্কর বেইজ যেমন এক নয়, ডিম্যানি আর কাটমানি যেমন এক নয় তেমনি কচুরি আর রাধাবল্লভী ও এক নয়। কতবার তোকে বলব পুঁটিরাম কচুরি নয় রাধাবল্লভী বানায়। এই জন্যই তোকে কম রাধাবল্লভী দেওয়া হয়েছে। মেলা আর মুখ ভার না করে ডালের প্যাকেটটা থেকে একটু ডাল পাশ কর দেখি।
কানে হেডফোন গোজা বার্সিলোনার জার্সি গায় ক্যাবলার প্রবেশ।
ক্যাবলাঃ ডি লা গ্র্যান্ডি ম্যাফিস্টফিলিস, ইয়াক ইয়াক।
হাবুলঃ কি হইল রে ক্যাবলা? এত লাফন কোঁদন এর কারণ কি ডা ??
ক্যাবলাঃ শুনিস নি কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস আর রইল না, ৩৭০ আর ৩৫এ আর নেই। এখন এক দেশ এক আইন।
প্যালারামঃ কিন্তু আমি যদ্দুর জানি এরকম স্পেশাল স্ট্যাটাস রাজ্য ভারতে আরও এগারটা রাজ্যের আছে। সেগুলো ও কি উঠে যাচ্ছে নাকি?
ক্যাবলাঃ তা উঠছে না, কিন্তু কাশ্মীরের কেসটা আলাদা। ওদের আলাদা সংবিধান। শয়তান নেহেরুটাই যত নষ্টের গোঁড়া।
টেনিদাঃ (একটু কেশে নিয়ে) ক্যাবলা তুই কি জানিস ১৯৫৪ তে এই নেহুরুই ৩৭০ কে ব্যাবহার করে সংবিধানের ৩৯৫ টা আর্টিকেলর মধ্যে ২৬০ টা কাশ্মীরের সংবিধানে এক্সটেন্ড করেছিল।[১]
ক্যাবলাঃ তা হবে কিন্তু অনেক সাংবিধানিক আধিকার ই কাশ্মীরিদের দেওয়া যায়নি, যেমন আর টি আই।
টেনিদাঃ (শালপাতা থেকে শেষ বারের মতো ডাল চেটে নিয়ে)। হাবুল বাবা যা দিকি খান দশেক জিলিপি আন।
হাবুলঃ পয়সা শ্যাষ টেনিদা।
টেনিদাঃ তালে মুফতে জ্ঞ্যান বিতরণ এখানে শ্যাষ। আর তথাগত বাবু জানে তুই ইউটিউবে মাজিদ বাস্কর ভিডিও সার্চ মারিস?
( হাবুল দৌড়ে চলে যায় পাশের মিষ্টির দোকানে ) টেনিদা ক্যাবলার দিকে তাকিয়ে বলল।
টেনিদাঃ তুই যে আরটি আই কথা বলছিস সেই এক্ট ভারতের একবছর আগেই ২০০৪ সালে কাশ্মীরে তৈরি হয়। যদিও সেটা চালু হয় ২০০৭ এ[২]।
ক্যাবলাঃ কিন্তু টেনিদা তুমি কি জান ওখানকার মেয়েরা ননকাশ্মীরিদের বিয়ে করে নিজেদের স্টেটহুড হারায়।
জিলিপি হাতে হাবুলের প্রবেশ।
হাবুলঃ জিলিপি সমবণ্টন না হইলে কিন্তু রক্তারাক্তি হইবে।
টেনিদাঃ (আচমকা জিলিপির প্যাকেটটা হাবুলের থেকে ছিনিয়ে নিয়ে)। সারা দেশ এদিকে মিসইনফরমেশনে রক্তারক্তি আর হাবুল পরে আছে জিলিপি নিয়ে। (গরম জিলিপি এক টুকরো মুখে নিয়ে)। শোনা ক্যাবলাচরন ২০০২ সালে জম্মু কাশ্মীরের হাইকোর্টের বেঞ্চ রায় দেয় যে নন কাশ্মীরিদের বিয়ে করা কাশ্মীরি মহিলারা তাদের পারিবারিক সম্পত্তির অধিকার, রাইট টু এমপ্লয়মেন্ট আর শিক্ষা কোন কিছুতেই আর তাদের অধিকার হারাবে না[৩]।
ক্যাবলাঃ কিন্তু আলাদা ফ্ল্যাগ কেন স্টেটের?
প্যালারামঃ সে তো কর্ণাটকের ও আছে। আর সংবিধানই তো বলেছে যে স্টেট নিজের পতাকা চাইলে ইউস করতে পারে।
ক্যাবলাঃ কিন্তু রিজার্ভেশন? সে সুবিধে ও নেই কাশ্মীরে।
টেনিদাঃ যাক তোর এখন রিজার্ভেশন সুবিধে মনে হয়। শুনে ভাল্লাগলো। কিন্তু রিজার্ভেশন নেই এটা ও ভুল তথ্য। কারণ ২০০৪ সাল থেকেই ওখানে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য ১০% সংরক্ষণ অলরেডি চালু আছে[২]।
ক্যাবলাঃ কিন্তু এই বার চাকরি হবে কাশ্মীরে।
টেনিদাঃ চাকরি? সেটা কি? যৌনরোগ না আরশোলা ? ভারতের ইতিহাসে সবচেয়ে কম চাকরি তৈরি হয়েছে গত অর্থবর্ষে। আটো মোবাইল সেক্টরে দশ লাখ লোকের চাকরী গেছে। আর পাঁচ ট্রিলিয়নের ইকনমি ২০২৪ এ ছুঁতে জিডিপি গ্রোথ রেট ১২% দরকার। যেটা ভারতের এখন ৬.২%। প্রত্যেকটা ইকনমিক ইনডেক্স নেমে যাচ্ছে, আর বলে কিনা চাকরি হবে।
ক্যাবলাঃ কিন্তু ইন্সারজেন্সি? টেররিজম?
টেনিদাঃ প্রায় পনেরো দিন ধরে কাশ্মীরে টেলিফোন, ইন্টারনেট সব বন্ধ। বাজার হাট, স্কুল, হসপিটাল প্রায় সব বন্ধ। নির্বাচিত প্রতিনিধিরা ঘরে বা জেলে বন্দী। কাশ্মীরে কি হবে তা কাশ্মীরিদের জিজ্ঞেস করা তো দূর অস্ত, তাদের জানানো অবধি হয়নি। আর তুই বলছিস ইন্সারজেন্সি বন্ধ হবে ?
ক্যাবলাঃ (বার্সিলোনার জার্সি দিয়ে ঘাম মুছতে মুছতে) দেখো টেনিদা তুমি কাশ্মীরে কি উন্নতি হবে এখন।
টেনিদাঃ ( জিলিপির প্যাকেট টা প্যালা আর হাবুলের দিকে পাশ করে ) তুই যেই জার্সিতা দিয়ে ঘাম মুছছিস না তার মধ্যে একটা এথনিসিটি আছে যার নাম ক্যাটালিনা। পৃথিবীর সমস্ত এথিনিসিটি সমস্ত দেশের জিও পলিটিকাল বাউন্ডারির থেকে বা যে কোন দেশের এসেন্সের থেকে অনেক বড়। হাবুল আর প্যালা আশা ভরা বুকে জিলিপির প্যাকেটে উঁকি মেরে দেখল সে প্যাকেট শূন্য। হাবুল হঠাৎ বলে উঠল, কি 'সিটি' টেনিদা? টেনিদা সামনের দিকে হাঁটা লাগাল আর হাবুলের দিকে তাকিয়ে বলল "এই শহর মেগাসিটি রে হাবুল"...
Written by rourab
18th August Sunday 2019
Share
Write A Comment