কথোপকথন ৮ : পূজা


আঁটার মণ্ড ছেড়ে আমি একলা দামাল লেচি,

প্রহরিণী পুজোয় আমি ঠাকুর দেখতে গেছি;

ঠাকুর তুমি এত্ত বড়, মানুষরা এইটুকুন,

পালিশ করা কাঠের ভেতর এক বিশ্রী ফাঁপা ঘুণ;

ছোট্ট ছেলে গ্যাস বেলুনে অবাক কঠিন চোখ,

আশির বুড়ো জিলিপিতে এক প্রেম-বিলাসী লোক;

দই হয়েছে অন্তঃ সলিল, পাগলপারা নদী,

পাপড়ি চাটে অষ্টাদশী, অলীক সপ্তপদী;

পাড়ার দামাল পেপসি ফেলে ভদকা ঢালে কোনে,

লাইন থামিয়ে সেলফি ওঠে স্পর্শকাতর ফোনে;

প্রেমিক কেনে জলের বোতল, প্রেমের গলা ভেঁজে,

আর কাজের মাসির ছোট্ট মেয়ে লাল জামাতে সেজে;

নাচতে নাচতে ভুবন হারা, কোন অস্ত্র কে নেবে,

সব পাড়াতেই চেনা কাকু, ট্রাফিক সামাল দেবে;

সদ্য গোঁফের প্রেম জমেছে, কাপ এঁকেছে প্রেস্ত,

তোমার গাড়ির কালো কাঁচে মুখ ধুয়েছে ফ্লেক্সও;

একজোড়া চোখ ফুচকা খাবে, টক জলে ধোঁক গিলে,

রোডকুইজে একটু দাঁড়াও, বন্ধুরা সব মিলে;

তোমার হাতে দো-পেয়াজি, আমার ঠোঁটে এগ রোল,

হাক্কা চাউয়ে চাইতে হবে চিলি চিকেনের ঝোল;

দুপুর বেলা পাড়ার ক্লাবে পেট ভরে খাওয়া চাই,

আড়চোখেতে এক ফ্ল্যাটের মেয়ে, মন তোমার জন্যে যাই;

ঠাকুর তুমি এত্ত বড়, মানুষরা এইটুকুন,

দিনের শেষে ভেসেই গেলে, প্রেমের মতো এক খুন।


Written by rourab

24th October Saturday 2015



   Share  

Write A Comment



 



Latest Articles



মাইক্রোওভেন বনাম গ্যাস ওভেন

22th August Friday 2025


খাবার রান্না করা মানে আসলে খাবারে তাপ সঞ্চারণের পদ্ধতি। ভারতীয় রান্নাঘর ঘর গুলোতে রান্না করার জন্য আমরা সাধারণত দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। ..

১)গ্যাস ওভেনের বা কাঠ কয়লার ইনফ্রারেড ইলেট্রম্যাগেটিক রেডিয়েশন থেকে নির্গত read more..



ব্যাকটেরিয়া খেকো ডাক্তার

19th July Saturday 2025


আধুনিক চিকিৎসা বিদ্যায় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা গুলির কথা বলতে শুরু করলে একদম প্রথম দিকে আসবে অস্ট্রেলিয়ার ব্যারি জেমস মার্শালের কথা। প্রথাগত চিকিৎসা পদ্ধতি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ব্যারি।

আশির দশকের গোড়া অবধি গ্যাস্টারাইটিস read more..



ঈশ্বর এবং প্রাণের সৃষ্টি

16th April Wednesday 2025


আমি অনেক পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনেছি বিজ্ঞান এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে কোন স্ববিরোধিতা নেই। তারা বলেন বিজ্ঞান সাধনার সাথে সাথে ঈশ্বর সাধনাও করা যায়। এমনকি আমরা অনেক বিখ্যাত বিজ্ঞানীকে জানি তারা ঈশ্বর বিশ্বাস read more..



ড্রাগন কন্যা

19th March Wednesday 2025


হিজাব নাকি বোরখা।

ঘোমটা নাকি রাহুর গ্রাস ।

ঠিক করবে কোথায় যাবি তুই।

স্বর্গ, নরক আর বেহেস্ত।


এই হেলমেট, এই পোশাক

তোমায় নিয়ে যায় মহাকাশ।

মহাকাশ মহাকাশ মহাকাশ ||

read more..


ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি?

11th August Sunday 2024


ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে বলতে গিয়ে অনেকেই 'ঈশ্বর নেই' প্রমাণ করতে বলেন। তারা মনে করেন ঈশ্বর নেই প্রমাণের ব্যর্থতা ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে সবচেয়ে বড় যুক্তি। আস্তিকরা ঈশ্বরের অস্তিত্বর স্বপক্ষে যে সব যুক্তি read more..



ধর্ম এবং নৈতিকতা

26th July Friday 2024


অনেকেই বলেন ধর্ম আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা তৈরি করে দেয়। অথচ তলিয়ে ভাবলে দেখা যায় মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা একটি অত্যন্ত আধুনিক আইডিয়া। মাত্র একশো বছর হয়েছে মানুষ ঠিক করে বুঝতে পেরেছে ক্রীতদাস প্রথা অমানবিক। এমনকি read more..



ডিম কি menstrual waste?

18th July Thursday 2024


মুরগির ডিমকে অনেকেই menstrual waste বলে থাকেন এবং যেহেতু এটি একটি waste এবং নোংরা জিনিস তাই ডিম খেতে অনেকেই না করেন।

আদপেই মুরগির ম্যামেল প্রাণীদের মত menustral হয় না। যদি সরলীকরণ করে মুরগির ডিমকে menustral waste বলতেই হয় তবে ফুল ও কিন্তু আসলে গাছের জননাঙ্গ read more..



ক্যান্সার সারানোর উপায়

10th July Wednesday 2024


ক্যান্সার এই নামটি শুনলেই আমাদের রক্তে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। ভারতবর্ষের মত দেশে বেসরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সরকারি হাসপাতালে অব্যাবস্থায় ক্যান্সার রুগীর চিকিৎসা সময়সাপেক্ষ আর ক্যান্সারের read more..